টেকনাফে ২০টি দোকান উচ্ছেদ!

টেকনাফ অফিস :


যানজট নিরসনে টেকনাফ পৌরসভার সড়কের দু’পাশে ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা ২০টি দোকান দখল মুক্ত করা হয়েছে।

১৭ নভেম্বর (বুধবার) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘পরিছন্ন দেশ গড়ি ও যানজট মুক্ত শহর গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে পৌরসভার অন্তর্গত কলেজ গেইট ও বাস স্টেশনে অভিযান পরিচালনা করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা।

এ অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া।

পর্যটন শহর টেকনাফকে যানজট মুক্ত রাখতে ফুটপাতগুলো দখল মুক্ত করা হচ্ছে উল্লেখ করে ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া জানান, ‘ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্টান চালাচ্ছে। ফলে যানজট সৃষ্টি হওয়ায় জনগণের অসুবিধা হচ্ছে।’

তিনি জানান, ‘যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত রাখতে অভিযান শুরু করেছি। এতে ফুটপাতে গড়ে উঠা অবৈধ ২০টি দোকান তুলে দেওয়া হয়েছে। কোনোভাবেই ফুটপাত দখল করে রাখতে দেব না। এ শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে এ অভিযান চলবে।’

তবে স্থানীয়দের অভিযোগ, পৌরসভাস্থলে ভিবিন্ন জায়গায় নোহা, টমটম, অটোরিকশা, বাস ও ট্রাকগুলো সড়ক দখল করে রাখায়, যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া ফুটপাতগুলো কিছু অসাধু ব্যবসায়ী দখল করে রেখেছেন। এতে পথচারীদের প্রতিনিয়িত ভোগান্তি পড়তে হচ্ছে।

আরও খবর