নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. ইউনুস (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার বরইতলি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, পৌরসভার বরইতলি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সিও।
তিনি আরও বলেন, তাকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-