জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানের সাথে সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক :

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমদের সাথে সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানের সাথে পৃথক এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক সংসদ কক্সবাজারের নব—নির্বাচিত সভাপতি এম.এ আজিজ রাসেল এবং সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সহ—সভাপতি মোঃ রেজাউল করিম, সহ—সভাপতি ছৈয়দুল্লাহ আজাদ, আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যান বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন। আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই।

আরও খবর