এনজিও কর্মীর টাকা ছিনতাই, আটক ৩

লামা (বান্দরবান) প্রতিনিধি :


লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাংগাঝিরি এলাকায় এনজিও কর্মীর ঋণ কালেকশানের টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে। ১৬ নভেম্বর ২০২১ইং মঙ্গলবার দুপুর ১টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ব্র্যাক এনজিও-র চকরিয়া হারবাং শাখার ফিল্ড অফিসার রাকিব ফাইতং বাজার থেকে মাসিক কিস্তি নিয়ে আসার সময় আজ মঙ্গলবার দুপুর ১টায় লামায় ফাইতং ইউনিয়ন ৬নং ওয়ার্ড রাংগাঝিরি নামক স্থানে মারাত্মক আহত করে ৩ লক্ষ টাকার উপরে ছিনিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা মোট ৫/৬জন ছিল। এর মধ্যে ৩জন কে ফাইতং পুলিশ বাহিনী ও স্থানীয় জনতা আটক করে।

এদিকে আহত রাকিব কে প্রথমে চকরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়, পরে ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে।

আরও খবর