চট্টগ্রাম :
কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে ৯৯৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ২৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আটক মো. ছাবের (৪১) টেকনাফ থানার শাহ্পরিরদ্বীপ এলাকার মৃত ওমর আব্বাসের ছেলে।
রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিষযটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৮টায় টেকনাফ থানার সাবরাং এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে ছাবের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৯৯৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেপ্তার ছাবেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-