চট্টগ্রামে মাদক মামলায় রোহিঙ্গার দণ্ড

চট্টগ্রাম :


চট্টগ্রামের কোতোয়ালীতে মাদক মামলায় মো. রফিক নামের এক মিয়ানমারের নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রফিক কক্সবাজারের টেকনাফ থানার লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মিয়ানমারের এক নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সপ্তাহে হাইকোর্ট থেকে জামিন নিয়ে রবিবার আদালতে হাজির হয়নি রফিক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৮ জানুয়ারি কোতোয়ালী থানার লালদিঘীর পূর্ব পাড়ে প্রাইম ব্যাংকের সামনে থেকে রফিককে আটক করা হয়। পরে তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২০ সালের ৩ নভেম্বর চার্জ গঠন করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরও খবর