পানের ভাঁজে ৬৫ হাজার ইয়াবা: সংগ্রহ হয় কক্সবাজার থেকে!

বিশেষ প্রতিবেদক :

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পানের ভাঁজে করে ৬৫ হাজার পিস ইয়াবা পাচারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আইয়ুব (৩৫), আব্দুস শুক্কুর (৫৪) ও মো. আমির হোসেন (৬৫)।

রোববার ভোরে রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

এতে বলা হয়, একদল সংঘবদ্ধ মাদক চোরাকারবারি সীমান্তবর্তী জেলা হতে পানের ডালায় করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০ এর একটি দল অভিযান চালায়। এসময় পান ব্যবসায়ীর ছদ্মবেশধারী চার থেকে পাঁচ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তিন জনকে হাতেনাতে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের সঙ্গে থাকা পানের ডালা তল্লাশি করে পানের ভাঁজে ভাঁজে ৩২৬টি প্যাকেটে মোট ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, তারা পেশাদার মাদককারবারি। বেশ কিছুদিন ধরে চক্রটি কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

তাদের মধ্যে শুক্কুরের নামে পতেঙ্গা মডেল থানায় মাদক মামলা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও খবর