টেকনাফ প্রতিনিধি :
দীর্ঘদিন বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বিষয়টি নিশ্চিত করেছে পর্যটনের দায়িত্বপ্রাপ্ত (এডিএম) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
তিনি জানান, মঙ্গলবার পরীক্ষামূলখভাবে কেয়ারী ক্রুজ এন্ড ডাইন চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদনকৃত জাহাজকে অনুমতি দেওয়া হবে।
কেয়ারি ট্যুরস এন্ড ট্রাভেলসের কক্সবাজার অফিসের কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি। মঙ্গলবার থেকে জাহাজ চলাচল শুরু হবে। এর আগে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন দফতরের ছাড়পত্র পেয়েছি। আমরা এখন থেকে দ্বীপে ভ্রমণকারীদের টিকেট বিক্রি শুরু করেছি। বুকিংও ভালো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, জাহাজ চলাচল শুরুর খবরে দ্বীপের সব শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এরই মধ্যে ব্যবসায়ীরা রিসোর্ট, হোটেল সাজানো শুরু করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-