চট্টগ্রাম :
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথেই মো. রবিউল আলম (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় তার কাছ থেকে ১ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ওই কিশোর ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে এসেছিল।
শুক্রবার দুপুর ১২টার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. রবিউল আলম কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যাং ইউনিয়নের পশ্চিম ঘোনারপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবীর খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আমান সেতুর পশ্চিম পাড় থেকে রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-