এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ইউপি সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধিতাকারি ৫৬৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) স্ব স্ব এলাকার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগন এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৭ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১৩২ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৩৬৬ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন।
এর আগে, বৃহস্পতিবার ছয়জন চেয়ারম্যান প্রার্থী, একজন সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য প্রার্থী ও সাধারণ ইউপি সদস্য পদের ১৭ জন প্রার্থীসহ ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। তৎমধ্যে সাহারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-