টেকনাফ অফিস :
কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ইয়াবা ও চাকুসহ ৫জন রোহিঙ্গা মাদক কারবারী ও দূবৃর্ত্তকে আটক করেছে।
সূত্র জানায়, গত ৯নভেম্বর (মঙ্গললবার) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল কলাতলীর টেকনাফগামী মেরিন ড্রাইভের পূর্ব পাশে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে প্রধান সড়কে অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বালুখালী ১৮নং ক্যাম্পের ব্লক-এফ/৩০ এর বাসিন্দা মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ হাবিব উল্লাহ (৩২), একই ক্যাম্পের ব্লক-কে/১২ এর বাসিন্দা আব্দুল করিমের পুত্র মোঃ নবী হোসেন (২৫), ব্লক-জি/৪৬ এর বাসিন্দা আবুল বশরের পুত্র মোঃ হারেস (৩০), ১নং ক্যাম্পের ব্লক-সি/২ এর বাসিন্দা শাহ আলমের পুত্র মোরশেদ আলম (২০) এবং ১২নং ক্যাম্পের ব্লক-জি-৩ এর বাসিন্দা মোঃ নাসেরের পুত্র মোঃ আব্দুল্লাহ (৩৮) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা এবং ১ ও ২নং আসামীর নিকট ২টি লম্বা চাকু পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও চাকুসহ ধৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-