টেকনাফে ইয়াবাভর্তী দুইটি বস্তা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :


টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল ফিশিংঘাঁট সংলগ্ন এলাকায় মাদক কারবারীদের ফেলে যাওয়া ইয়াবাভর্তী ২টি বস্তা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে ইয়াবার চালানটির সাথে জড়িত কোন মাদক ব্যবসায়ী আটক করতে পারেনি কোস্টগার্ড!

১০ নভেম্বর (বুধবার) দুপুরের দিকে উদ্ধারকৃত ইয়াবার চালানটির সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে দায়িত্বরত মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের মাধ্যমে টেকনাফে কর্মরত কোস্টগার্ড জানতে পারে সাবরাং মুন্ডার ডেইল ফিশিংঘাঁট এলাকা দিয়ে জানতে পারে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি চালান খালাস হবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ১০ নভেম্বর ভোরে স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে কোস্টগার্ড’র একটি চৌকষ দল উক্ত এলাকায় অভিযানে গেলে দুইজন ব্যক্তিকে বস্তা কাধেঁ মেরিন ড্রাইভ সড়ক পার হতে দেখা যায়। সেই দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামানোর জন্য সংকেত দেওয়া হয়।

এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর