বার্তা পরিবেশক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াসকে চেয়ারম্যান প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ইলিয়াসকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ নভেম্বর (বুধবার) রাত ১ টার সময় পূর্ব মরিচ্যা কাঁঠালিয়া এলাকায় তার উপর এ সন্ত্রাসী হামলা হয়। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান প্রার্থী আমিন, ডাকাত কামালসহ ১৩-১৪ জনের একটি দল এ ঘটনাটি ঘটিয়েছে।
ছাত্রলীগ নেতা ইলিয়াস অভিযোগ করে বলেন, নৌকার প্রচারণা শেষ করে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে চেয়ারম্যান প্রার্থী আমিনের নেতৃত্বে ১৩/১৪ জন সন্ত্রাসী আমাকে হত্যার চেষ্টা করে ও দোকানে চাবি, মোবাইল, পকেটে থাকা নগদ ৭৩ হাজার টাকাসহ সমস্ত কিছু কেড়ে নেয় এবং মোটরসাইকেল ভাংচুর করে আহত অবস্থায় ফেলে চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-