টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

টেকনাফ :

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ তথা আইসসহ রোহিঙ্গা নারী-পুরুষ মাদক কারবারীকে আটক করেছে।

সূত্র জানায়, ৯নভেম্বর (মঙ্গললবার) বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে পৌর এলাকার পুরান বাসষ্টেশনের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার সময় হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বøক-সি/২ বøকের বাসিন্দা মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) এবং বালুখালী ৮নং ক্যাম্পের বøক-বি/৫৬এর বাসিন্দা মোঃ হারুনের পুত্র কেফায়েত উল্লাহ (২৩) কে একটি শপিং ব্যাগসহ আটক করে।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী চালিয়ে ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করার প্রক্রিয়া চলছে। ###

আরও খবর