গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী :
জলদস্যুতা ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসা আলা উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত এজহারভুক্ত ৩ আসামী’কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ নভেম্বর) চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের মহেশখালী থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ছামিরা ঘোনা মৃত মনসুর আলমের পুত্র নজির আহমদ(৩০),মোহাম্মদ খোকন (২৫) ও একই এলাকার মৃত ফজল আহমদ এর পুত্র শহিদুল্লাহ প্রকাশ ছাদু (৪০)।
গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই।
তিনি জানায়-আলাউদ্দিন হত্যার পর মহেশখালী থানায় এজহারভুক্ত আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রথম থেকেই চেষ্টা করে আসছিল।
গত ৮ নভেম্বর চট্টগ্রামের পটিয়া থানায় আমাদের সোর্সের মাধ্যমে খবর পাই সন্ত্রাসীরা পটিয়া থানা এলাকায় অবস্থান করছে।
সে সূত্র ধরে দ্রুত সময়ে মহেশখালী থানার ১টি টিম পটিয়া থানা এলাকায় গিয়ে অভিযান চালায়।
পরিশেষে ৯ নভেম্বর মঙ্গলবার সকালে পটিয়ায় অবস্থানরত এজহারভুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মহেশখালী থানা পুলিশ।
অফিসার ইনচার্জ আরও জানায়- পরপর দুই হত্যায় জড়িত বাকি সন্ত্রাসীদেরও আমরা খুব শিগগিরই গ্রেপ্তার করতে সক্ষম হবো।
গত ৫ নভেম্বর কালারমারছড়া ইউনিয়নের কালুর পুল বাঁশডোয়া নামক স্থানে খুন হন আত্মসমর্পণ করে আলোর পথে আসা আলাউদ্দিন।
এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ৫জনকে অজ্ঞাত দেখিয়ে মোট ২৩ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় ১টি হত্যা মামলা রুজু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-