ট্রলার মালিকদের অভিযোগ...

তিনটি ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :

নাফ নদী (ফাইল ছবি)

সেন্টমার্টিনের অধুরে গভীর বঙ্গপোসাগর থেকে তিনটি ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা বলে অভিযোগ তুলেছেন ট্রলার মালিকরা।

মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত ট্রলারসহ ওই মাঝিমাল্লাদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে। সোমবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।

ট্রলার মালিকরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান,
দুই দিন আগে টেকনাফের সৈয়দ বলি, মো. সালমান ও বদি আলম বদিয়ার মালিকাধীন ট্রলারগুলো সাগরে মাছ শিকারে যায়। বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে

সেন্টমার্টিনের কাছাকাছি থেকে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ছোট ট্রলার নিয়ে এসে, অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। তিনটি ট্রলারে ২০ জনের বেশি মাঝিমাল্লা রয়েছেন বলেও জানান ট্রলার মালিকরা।

টেকনাফ বোট মালিক সমিটির সভাপতি আবদুল জলিল জানান, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে তাদের ঘাটের তিনটি ট্রলার মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে গেছে।

এখনো ট্রলারগুলোর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, মাঝিমাল্লাসহ ট্রলারগুলো নিয়ে যাওয়ার খবর শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে ট্রলার মালিক কতৃপক্ষ যোগাযোগ করেনি বলেও জানান তিনি।

টেকনাফ ২ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-পরিচারক লে:এম মুহতাসিম বিল্লাহ শাকিল জানান, ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ তাদেরকে জানায়নি।

আরও খবর