টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক শাহপরীর দ্বীপ কোনার পাড়ার মৃত পোটান আলীর ছেলে।
নিহতের ছেলে বেলাল জানান, তার বাবা মাগরিবের নামাজের পর বাড়ি ফেরার পথে একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াসিনসহ (২৮) তিন-চারজন পেছন থেকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা বলে জানান তিনি।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম জানান, কোনার পাড়ায় একটি সংঘাতের ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রকৃত হত্যাকারীদের আটক করতে কাজ করছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-