মিয়ানমার থেকে প্রবেশকালে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

 

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :
টেকনাফে অভিযান চালিয়ে বস্তাভর্তী ৭০ হাজার ইয়াবা করেছে টেকনাফ ২ বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত ইয়াবার চালানটির সাথে জড়িত থাকার অপরাধে হ্নীলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড জাদিমুরা এলাকার আবুল মঞ্জুরের পুত্র আত্মস্বীকৃত ইয়াবা কারবারী হাসান আব্দুল্লাহ (৩৮) ও তার সহোদর মো. ইউসুফকে পলাতক আসামী করে একটি মাদক মামলা দায়ের করেছে বিজিবি।

৮ নভেম্বর(সোমবার) দুপুরের দিকে বিজিবির পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়, ৭ নভেম্বর (রবিবার) রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, জাদির তলা কামালের জোড়া এলাকা হতে মাদকের এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

সত্যতা নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান পাচারের গোপন সংবাদের তথ্য অনুযায়ি দমদমিয়া বিওপিতে কর্মরত বিজিবি সৈনিকরা অভিযানে গেলে দুই জন কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে বহনকৃত ইয়াবাভর্তী একটি ব্যাগ ফেলে নাফনদী সাতঁরিয়ে মিয়ানমারের শূন্য লাইনের দিকে চলে গেলে তাদের আটক করতে পারেনি বিজিবি। এরপর ব্যাগটি তল্লাশী করে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, বিজিবি গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ি জানতে পারে, উদ্ধারকৃত ইয়াবা গুলোর মালিক জাদিমুরা এলাকার আবুল মঞ্জুরের ছেলে হাসান আব্দুল্লাহ ও তার সহোদর মো. ইউসুফ।

তাদের দুই জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

আরও খবর