উপজেলা চেয়ারম্যান এবার ইউপি চেয়ারম্যান প্রার্থী

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতি এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দেলদুয়ার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিকশা প্রতীকে নির্বাচনে লড়ছেন। তবে হঠাৎ উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় এই প্রার্থী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

জানা যায়, মতিয়ার রহমান মতি ১৯৮৮ সালে দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯০ সালে তিনি দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন। পরে ২০০৯ সালে তিনি দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। আগামী ১১ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ছাড়াও আরও সাত প্রার্থী এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মতিয়ার রহমান বলেন, ‘মানুষের সেবা করতে উপজেলা পরিষদের চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে ইউনিয়ন পরিষদ। গণতন্ত্র ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা তৃণমূলে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ইউপি চেয়ারম্যান। এখানে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ আলাদা করে দেখার সুযোগ নেই। উভয় প্ল্যাটফর্মই জণগণের সেবার প্ল্যাটফর্ম।’

তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি হচ্ছে জনসেবক। যেকোনও প্ল্যাটফর্মের জনপ্রতিনিধি হলে জনসেবা করার সুযোগ থাকে। এ জন্যই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হওয়া সত্ত্বেও ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছি। এলাকাবাসী আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তারাই আমার হয়ে কাজ করছেন। জনগণ আমার পাশে আছেন। আমার সঙ্গে নিয়মিত মাঠে কাজ করছেন। সুষ্ঠু ভোট হলে আমিই জয়ী হবো।’

প্রসঙ্গত, বর্তমানে মতিয়ার রহমান মতি জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও খবর