টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মালেক’র স্ত্রী ৫ কোটি টাকার আইস-ইয়াবাসহ আটক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


কিছুতেই বন্ধ হচ্ছেনা মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের পাচার আগ্রাসন। অথচ এই মাদক পাচার প্রতিরোধ করার জন্য গত কয়েক বছর ধরে সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা যতই কঠোরতা অবলম্বন করছে,মাদক কারবারে জড়িত অপরাধীরা ততই বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে মাদক পাচার অব্যাহত রাখার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে প্রতিনিয়ত আইন-শৃংখলা বাহিনীর হাতে ইয়াবা, আইস, মদ,বিয়ারসহ আটক হচ্ছে মাদক কারবারে জড়িত অনেক নারী-পুরুষ।

চলমান মাদক বিরোধী অভিযানের সেই ধারাবাহিকতায় ৭ নভেম্বর রবিবার রাতে টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী, টেকনাফ সদর ইউনিয়ন নতুন পল্লানপাড়া এলাকায় বসবাসরত দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত একটি বসতবাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ৫ কোটি টাকা মুল্যের ১০ হাজার ইয়াবা ও এক কেজি শক্তিশালী ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে।

এসময় উদ্ধারকৃত মাদকের চালানটির সাথে জড়িত থাকার অপরাধে হ্নীলা দক্ষিণ জাদিমুরা এলাকার মৃত মালেক মিস্ত্রির বিধবা স্ত্রী গুল ফরাজ(৩৫) কে আটক করতে সক্ষম হয়।

তথ্য নিয়ে জানাযায় আটক নারী মাদক কারবারী স্বামী মালেক মিস্ত্রী গত দুই বছর আগে মাদক কারবারে জড়িত থাকার অপরাধে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছিল।

আইস-ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফ সদর ইউপি নতুন পল্লানপাড়া এলাকায় এক বসতবাড়ীতে মাদকের একটি চালান মওজুদ রয়েছে।

এরপর উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ৭ নভেম্বর (রবিবার) দিবাগত গভীর রাত ১১টার দিকে ইন্সপেক্টর (অপারেশন) খোরশেদ আলম,এসআই রফিক’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ঐ বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা-আইস,নগদ টাকা উদ্ধার করা হয় এবং নারী মাদক ব্যবসায়ী গুল ফরাজকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো বলেন, আটক নারীর স্বামীও মাদক ব্যবসায়ী ছিল। গত দুই বছর আগে তার স্বামী মালেক মিস্ত্রি আইন-শৃংখলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিল।

আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর