অনলাইন ডেস্ক :
বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হবে আগামী ১৯ নভেম্বর শুক্রবার। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় ১৯ নভেম্বর বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে চন্দ্রগ্রহণ শুরু হতে পারে। এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত। খবর বাংলানিউজের।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারতে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ভারতে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণ স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। ভারতের সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে না। আসাম ও অরুণাচল প্রদেশে সামান্য সময়ের জন্য আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে অশুভ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণের সময় শুভ কাজ করা হয় না। যদিও বিজ্ঞানে ওই ধারণার সপক্ষে কোনো যুক্তি নেই বলে দাবি করা হয়। বিজ্ঞানীদের ভাষ্যমতে, চন্দ্রগ্রহণ নেহাত একটি মহাজাগতিক বিষয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-