নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বর্ডার গার্ড ব্যাটালিয়নের রামু ৩০ বিজিবি’র অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি চালক আটক হয়েছে। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহ্নত একটি ডাম্পার জব্দ করা হয়।
৫ নভেম্বর রাত সাড়ে ১০ টারদিকে এ অভিযান পরিচালনা করা হয়।
রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল ইব্রাহীম ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, উখিয়ার থাইংখালী থেকে বিশেষ কায়দায় ইয়াবা বহন করা একটি ডাম্পার গাড়ী আসছে। এ খবরের ভিত্তিতে চেকপোস্ট অতিক্রম কালে একটি ডাম্পারকে থামানের সংকেত দেয়।গাড়ীটি থামালে তল্লাশী করে বিশেষ কায়দায় লোকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ইয়াবা বহনের দায়ে গাড়টি জব্দ ও চালক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে মো.হেলাল (২৪) কে আটক করা হয়। উদ্ধার ইয়াবা ও জব্দ ডাম্পারের সিজার মূল্য ৭০ লাখ ১১ হাজার টাকা।
এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। বিজিবি’র এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-