বাংলাদেশ নৌবাহিনীতে ১০০ পদে নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এ-২০২২ ব্যাচে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম- ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ

পদের সংখ্যা- ১০০টি

কাজের ধরন- পূর্ণকালীন

আবেদন যোগ্যতা

১। কমপক্ষে ডিপ্লোমা পাস।

২। উচ্চতা ১৬২.৫ সেমি

৩। বুকের মাপ ৭৬-৮১ সেমি, সম্প্রসারণ ৫ সেমি

৪। ওজন- বয়স ও উচ্চতা অনুযায়ী

৫। চোখের দৃষ্টি : ৬/৬

৬। বয়সসীমা ১৮-৩০ বছর।

৭। শুরু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://joinnavy.navy.mil.bd এই ঠিকানায়।

আবেদনের সময়

১০ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

 

আরও খবর