আরসা নেতা হাসিমের মরদেহ উদ্ধারে পুলিশের অভিযান

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবির থেকে কথিত আরসা নেতা মোহাম্মদ হাসিমের মরদেহের খবর পাওয়ার তথ্য নিশ্চিত করেছিল পুলিশ।

মূলত রোহিঙ্গাদের গণপিঠুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। ছবি ও ভিডিও চিত্রও ছড়িয়েছে চারদিকে। কিন্তু বুধবার (০৩ নভেম্বর) দুপুর পর্যন্ত সাড়াশি তল্লাশি চালিয়েও মরদেহটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

হাশিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২ নং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। তিনি কথিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড ইন কমান্ড ছিলেন। যদিও প্রশাসন আরসার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই বলে দাবি করছে।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার তথ্য জানিয়েছিল। তিনি জানান, সারারাত ক্যাম্পে তল্লাশি চলেছে। এখনও চলছে। কিন্তু যে স্থানে লাশটি থাকার কথা সেখানে এসে তা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম ২২ নং ক্যাম্পে তল্লাশি অব্যাহত রেখেছে। তার তথ্য মতে, কিছু দিন আগে মাহমুদুল করিম নামে এক রোহিঙ্গাকে হত্যার পর তার মরদেহ গায়েব করা হয়। ক্যাম্পটি দুর্গম এলাকায় হওয়ায় ৪৩ দিন পর তার মরদেহ মিলেছিল বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও খবর