কামাল ১৫ বয়সের কিশোর। তার রাইটিং ট্রেমার হয়। অর্থাৎ কোন কিছু লিখতে শুরু করলে তার হাতের আঙুলগুলো কাঁপতে থাকে। আর লিখতে পারে না।
এ আঙুল কাঁপা কেবল তার লেখতে গেলেই হয়। পরীক্ষার রুমে, ক্লাস টেস্ট, হোমওয়ার্ক এসবে যখন সে লিখতে বসে তখন।
ক্লাস টেস্ট বা হোম ওয়ার্ক যাই হোক, উত্তর সব মুখে বলতে তার কোনো সমস্যা হয় না।
এ কারণে তার একাডেমিক পারফরম্যান্স দিন দিন খারাপ হচ্ছে। খানিকটা দুশ্চিন্তা, হতাশা পেয়ে বসেছে তাকে, স্কুল শিক্ষকদের এবং তার পরিবারের সবাইকে।
তারা সবাই বুঝতে পারছেন কামালের এটা কেন হচ্ছে? এখন কী করা উচিত?
দুই.
কামাল তার এই সমস্যার জন্য সাইকিয়াট্রিস্ট দেখাতে এসেছে।
কামালের সমস্যাটির নাম রাইটিং ট্রেমার। রাইটিং ট্রেমার হলো লেখার সময় হাতের আঙুলগুলো কাঁপতে থাকা।
রাইটিং ট্রেমার দু ধরনের, লেখতে গিয়ে আঙুলগুলো কাঁপতে থাকা অথবা কলম ধরার শুরুতেই অর্থাৎ লেখার প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে হাত কাঁপতে থাকা।
এ রোগের ফলে রোগী আর লিখতে পারে না মোটেই।
এতে তার ক্লাস টেস্ট, হোমওয়ার্ক, পরীক্ষার রেজাল্ট ইত্যাদি সবই খারাপ হতে থাকে। রোগী ভুগতে থাকে মারাত্মক রকমের এনজাইটিতে ফলে তার হাতের কাঁপা আরো বাড়তে থাকে। সে কোনোক্রমেই কাঁপুনি নিয়ন্ত্রণ করতে পারে না।
চিকিৎসা বিজ্ঞানে এটি একটি বিরল রোগ।
এ রোগ নিয়ে গবেষণা চলমান। সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। রোগীকে তার হতাশা, উদ্বিগ্নতা কাটাতে সাইকোথেরাপি, তাকে সাহস যোগানো, প্রোপানোলল, ভিটামিন সাপ্লিমেন্টেশন দেওয়া হয়।
লেখক: ডা. সাঈদ এনাম
(ডিএমসি কে-৫২, বিসিএস ২৪তম ব্যাচ)
সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-