নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার একটি বসতবাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ দুই সহোদরকে আটক করেছে র্যাব-১৫।
আটকরা হলেন, উখিয়া বালুখালী দক্ষিণ পাড়া এলাকার মো. জলিলের ছেলে খাইরুল (২৬) ও মো. নুরুল হাকিম (৩৪)।
সোমাবার (১ নভেম্বর) দিবাগত রাত ৩টায় তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৩টায় উখিয়ার বালুখালী এলাকায় নবী হোসেনের বাড়িতে অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় নবী হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে তার বসতঘর থেকে খাইরুল ও নুরুল হাকিমকে আটক করা হয়েছে।
ওই সময় বসতঘরে তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি রামদা, তিনটি ছোড়া এবং মাদক বিক্রির ৫৪ হাজার ৫০০ টাকাসহ একটি ৬৯ লাখ টাকার ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-