বার্তা পরিবেশক:
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের অজপাড়াগাঁ উত্তর বড়বিল উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। স্বাধীনতার ৫০বছর পর অজপাড়াগাঁ এলাকায় উন্নয়ন বঞ্চিত থাকা মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। এ এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রবিবার(৩১ অক্টোবর) সন্ধ্যায় উঠান বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।
তিনি আরও বলেন, উত্তর বড়বিলে বিগত পাঁচ বছর আগে কোনো উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হওয়ার পর এ এলাকার জনগণের কথা মাথায় রেখে উন্নয়ন কর্মযজ্ঞের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছি। জনগণের যেকোনো বিপদ আপদে সবসময় ছুঁটে এসেছি। এ এলাকায় বাংলাদেশের প্রথম উন্মুক্ত কারাগার হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যেটি নির্মাণ করা হলে উত্তর বড়বিল তথা হলদিয়াপালংয়ের মানুষের জীবনমানের অকল্পনীয় পরিবর্তন ঘটবে। আগামী ১১নভেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবেন সে প্রত্যাশা করি।
বৈঠকের পূর্বে মিছিলে মিছিলে যোগদান করে উত্তর বড়বিলের শত শত সাধারণ মানুষ।
এসময় বিভিন্ন গ্রামের বক্তারা বক্তব্য রাখেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-