চট্টগ্রাম •
নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় থেকে ৭শ’ পিস ইয়াবাসহ গুরা মিয়া নামে (৪৪) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া গুরা মিয়া কক্সবাজার জেলার সদর থানাধীন কোনাপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার এসআই ইমাম হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরা মিয়াকে সাতশ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মূলত গুরা মিয়া কক্সবাজারের টেকনাফ থেকে কম মূল্যে এসব ইয়াবা চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-