হলদিয়াপালংয়ের পাতাবাড়ী নৌকা মার্কার ওয়ার্ড সমাবেশ জনসমুদ্রে পরিণত

বার্তা পরিবেশক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলমের সমর্থনে ৫নং ওয়ার্ডের ওয়ার্ড সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

শুক্রবার(২৯ অক্টোবর) বিকেলে পাতাবাড়ী মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়ার্ড সমাবেশে ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে মিছিলে মিছিলে শত শত মানুষ সমাবেশে যোগদান করেন। পরে ওয়ার্ড সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন,হলদিয়া পালংয়ের উন্নয়নে বর্তমান চেয়ারম্যান এর অবদান অনস্বীকার্য। পাতাবাড়ীর উন্নয়নের রূপকার অধ্যক্ষ মো. শাহ আলম। অজপাড়াগাঁ কে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিয়ে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় অধ্যক্ষ মো. শাহ আলম কে নির্বাচিত করুন।

সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,উখিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম আবারো নৌকা প্রতীক নিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচন করছেন। হলদিয়া পালং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের নিরাপদ জনসেবক হিসেবে আবারো দেখতে চাইলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হলদিয়া পালং ইউনিয়নের নিরাপদ চেয়ারম্যান হিসেবে অধ্যক্ষ মো. শাহ আলমের বিকল্প নেই।

চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম বলেন,হলদিয়া পালং ইউনিয়নের জনগণের জানমাল রক্ষার্থে পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক আবারও পেয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। পাতাবাড়ীর মানুষকে নিজের বুকে আগলে রেখে উন্নয়ন করেছি। নৌকা মার্কা বর্তমান সরকারের প্রতীক। হলদিয়া পালং ইউনিয়নের আনাচে কানাচে বিগত পাঁচ বছর উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে। যা এখনো চলমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন সেই আশা ব্যক্ত করছি। কোনো অপশক্তি হলদিয়ার উন্নয়নকে, জনগণের জানমালে ব্যাঘাত সৃষ্টি করতে পারবেনা।

অধ্যক্ষ মো. শাহ আলম আরও বলেন,বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞের ধারা অব্যাহত রেখে হলদিয়ার মানুষের সামগ্রিক উন্নয়নে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

সভা শেষে মিছিল সহকারে পাতাবাড়ী বাজার প্রদক্ষিণ করে সাধারণ ভোটাররা।

আরও খবর