এভারেস্টে উঠলেন কক্সবাজারের শেখ আশিক

বিশেষ প্রতিবেদক •

নেপালের হিমালয়ের পর্বতচূড়া এভারেস্টের বেসক্যাম্প সফলতার সাথে আরোহন করেছেন কক্সবাজারের সন্তান শেখ আশিকুজ্জামান আশিক।

নেপালে দক্ষিণ বেস ক্যাম্পে ৫,৩৬৪ মিটার (১৭,৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে শেখ আশিকুজ্জামান আশিক ২২ অক্টোবর পৌঁছে গর্বের সাথে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেন।

শেখ আশিকুজ্জামান আশিক কক্সবাজারের কোন সন্তান যিনি এই প্রথম এভারেস্ট বেসক্যাম্পে সফলতার সাথে আরোহন করলেন।

অদম্য, মেধাবী শেখ আশিকুজ্জামান আশিক কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার মরহুম শেখ এত্তেজা হোসেন ও মরহুমা শেফাইতুল আলমের একমাত্র সন্তান।

কক্সবাজার শহরের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘হোসেন ব্রাদার্স’র স্বত্বাধিকারী। শেখ আশিকুজ্জামান আশিক টেকপাড়া সোসাইটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।

তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের (কসউবি) এসএসসি ২০০১ ব্যাচের ছাত্র।

আরও খবর