চট্টগ্রাম •
চট্টগ্রামের বাকলিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (২০) নামের এক পিকআপ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে কালামিয়া বাজারের এক্সেস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের মো. নুরুল হক সওদাগরের ছেলে।
বাকলিয়া থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, বুধবার রাত ১টায় কালামিয়া বাজারস্থ এক্সেস রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ এক পিকআপ চালককে আটক করা হয়। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-