ইমরান আল মাহমুদ:
সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের জনগণের মধ্যে সহনশীলতা ও অন্তর্ভুক্তিকরণের প্রচারের লক্ষ্যে উখিয়া উপজেলার যুবক যুবতীদের নিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা(স্কাস)।
বুধবার ও বৃহস্পতিবার ইউএনডিপির অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণি স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা বলেন,অন্ধকার সমাজকে আলোকিত করতে যুবক-যুবতীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করতে একে অপরের প্রতি সহনশীলতা বজায় রাখতে ইয়ুথদের সোচ্চার হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে নিজেদের দূরে রেখে পরিবার,সমাজ তদুপরি রাষ্ট্রে শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।
স্কাস চেয়ারম্যান আরও বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ এটা চেতনা হিসেবে লালন করতে হবে। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে সাম্প্রদায়িকতার উস্কানিমূলক আচরণ থেকে নিজেদের দূরে রেখে শান্তি ফিরিয়ে আনতে যুবক যুবতীদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
প্রশিক্ষণে ইউএনডিপি’র রিসোর্স এসোসিয়েট রোকন উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
ইয়ুথদের পক্ষে ইমরান আল মাহমুদ বলেন,সম্প্রতি সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সর্বপ্রথম স্কাস সোচ্চার ভূমিকা পালন করছে। সমাজের প্রত্যেক ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে আদর্শ সমাজ গড়ে তোলে শান্তি ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-