অনলাইন ডেস্ক •
রাজধানীর বিমানবন্দর স্টেশনে দুই যাত্রীর ব্যাগ থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রেল পুলিশ।
রেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের চার নম্বর লাইনে দাঁড়ায়। ট্রেনটি থেকে রফিক আলম (৩০), মনির হোসেন ওরফে বাতাইন্না (২৫) নামে দুই যাত্রী ট্রলি ব্যাগসহ নামেন। তারা দুই নম্বর প্লাটফর্মে ঘোরাফেরা করলে তাদের সন্দেহবশত আটক করে রেল পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেট বহনের কথা স্বীকার করে।
পরে তাদের ট্রলিব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটের ভিতর ১৩৯টি জিপার পাওয়া যায়; যার ভেতর থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে রেলের সংবাদ বিজ্ঞপ্তিতে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
আটক আলম ও বাতাইন্না আপন ভাই। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড় গ্রামে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-