নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালীর গোমাতলীতে অবৈধ বালি উত্তোলন করে যাচ্ছে বাছু মাঝি। কেউ তার বিরুদ্ধে মুখ খুললে হুমকিধামকি, অপহরণ সহ নানা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে।
গোমাতলীর স্থানীয়রা জানান,বাছু মিয়ার বিরুদ্ধে কোন আওয়াজ তুললে সে সন্ত্রাসী দিয়ে নানা ভয় ভীতি প্রদর্শন করে। যার কারণে আমরা সাধারণ মানুষেরা প্রতিনিয়ত তার হুমকির সম্মুখীন হয়। যদি সেই কালো হাত ভেঙ্গে দেওয়া না হয় হাজার হাজার ঘরবাড়ি, কালভার্ট, এবং রাস্তাঘাট হুমকির মুখে রয়েছে। প্রতিবছর স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই তার ধ্বংসলীলা থেকে বাঁচতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে বাছু মাঝি বলেন, আমি ঈদগাঁও ফুলেশ্বরী নদী বালি উত্তোলন করার জন্য সরকার থেকে ডাক নিয়েছি। আমার হাত অনেক লম্বা, কেউ এই বিষয়ে কথা বললে খবর আছে।
এ বিষয়ে কক্সবাজার সদর এসিল্যান্ড এর সাথে যোগাযোগ করা হলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-