উখিয়ার মাদক কারবারি রিয়াজুল ইয়াবার চালানসহ ধরা!

কক্সবাজার জার্নাল ডটকম •

কক্সবাজার শহরের ঝাউতলা মোড়স্থ পূবালী ব্যাংকের সামনে থেকে ইয়াবাসহ রিয়াজুল হক (৪৬) নামে একব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক রিয়াজুল উখিয়া উপজেলার বালুখালী এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।

বুধবার (২৭ অক্টোবর) রাত ৯ টায় এক মেইল বার্তায় বিষয়টি জানিয়েছে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাউতলার মোড়স্থ পূবালী ব্যাংকের সামনে থেকে রিয়াজুল হককে আটক করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে তিনি রাস্তার পাশে অবস্থান করছিলেন।

আটক রিয়াজুলের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য কক্সবাজার সদর থানায় প্রেরণ করা হয়েছে।

আরও খবর