এই প্রথম মনোনয়ন পেলেন তিন নারী

চট্টগ্রাম •

বৃহত্তর চট্টগ্রামে আগামী ২৮ নভেম্বর ৭৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামীলীগ তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নারী প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে।

গত সোমবার আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর থেকে বৃহত্তর চট্টগ্রামের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। এতে চকরিয়া উপজেলার দুটি ইউনিয়নে এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন দেয়া হয়।

চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ফারহানা আফরিন মুন্না। তিনি গতবার নির্বাচনে প্রার্থী নিয়ে বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদ ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেলের স্ত্রী। অপরজন হলেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী জন্নাতুল বকেয়া রেখা।

দুই নারীকে নৌকা প্রতীকে দলের মনোনয়ন দেয়া নিয়ে পুরো কঙবাজারে সরব আলোচনা চলছে। অনেকে তাদের প্রার্থী হওয়াকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।

এদিকে খাগড়াছড়ির দীঘিনালার ১নম্বর মেরুং ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মাহমুদা বেগম লাকি।

আরও খবর