কফিল উদ্দিন, রামু:
কক্সবাজারের রামু উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি নির্বাচন ২০২১ এ ৮ চেয়ারম্যান ও ২৫ জন সাধারণ সদস্য প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানা যায়।
রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম জানান, রামুর উপজেলার ১১টি ইউনিয়নের ৮ চেয়ারম্যান ও ২৫ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এ নিয়ে রামু উপজেলার সকল ইউনিয়নে সর্বমোট চেয়ারম্যান প্রার্থী ৬৬ জন,মহিলা সংরক্ষিত সদস্য পদে ১১০ জন এবং পুরুষ সদস্য পদে ৩৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রত্যাহারকৃত প্রার্থীদের মধ্যে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ১ জন, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ১ জন, ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৩ জন,খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ১ জন,কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ১ জন ও রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ১ জন।
রামুর সদর ফতেঁখারকুল ইউনিয়নের প্রত্যাহারকৃত (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আবুল বশর বাবু তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট শেয়ার করে জানান, নির্বাচন কেন্দ্রিক বৈরী আবহাওয়া ও পরিস্থিতি অনুকূলে না থাকায় আসন্ন ১১ নভেম্বর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন হইতে মনোনয়নপএ প্রত্যাহার করে নিলাম। সেই সাথে ফতেখাঁরকুল বাসীর আপামর জনসাধারণ ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দের তারিখ আগামীকাল ২৭ অক্টোবর বুধবার,এবং ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-