চট্টগ্রামে উখিয়ার যুবক ডা. এম এ ফজলের কৃতিত্ব অর্জন

বার্তা পরিবেশক •

করোনা মহামারীতে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন উখিয়ার কৃতি সন্তান ডাঃ এম এ ফজল।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সোমবার ফাউন্ডেশন কার্যালয় চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে মহামারি করোনাকালীন সময়ে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ সম্মাননা গ্রহণ করেন তিনি।

উক্ত অনুষ্টানে ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট ডা. মো. ছমি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সদস্য ডা. মোবাশ্বের আলী খাদেম।

উদ্বোধক ছিলেন হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রধান অতিথি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগের হোমিওপ্যাথির সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার আশ্বাস দেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ ডা. মো. নুর“ল আমিন, অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, ডা. মৃদুল কান্তি দে, ডা. অঞ্জন কুমার দাশ, পার্কভিউ হসপিটাল এর এম ডি ডা. এ. টি. এম রেজাউল করিম এর পক্ষে জি. এম তালুকদার জিয়াউর রহমান শরীফ, ইপিক হেলথ কেয়ার এর ডিরেক্টর অপারেশন এন্ড সিওও ডাঃ মোঃ এনামুল হক এর পক্ষে সিনিয়র ম্যানেজার মো. আরেক হোসেন, এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’র পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, ডা. সেলিফা খাদেম, অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম, প্রভাষক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক ডা. মো. আব্দুল জলিল, ডা. এস এম রবিউল হোসাইন, ডা. সাফিয়া আসিফ, ডা. মো. এহতেশামুল হুদা, ডা. মোহাম্মদ মহসিন, ডা. জহুরা আক্তার নাজমা, ডা. উদয় শংকর রায়, ডা. কাবেরী দাশ, ডা. সাকিনা আক্তার লাকি, জোহরা আবজুন শিউলি, ডা. অমিতা দেবী, ডা. কামর“ল হাসান ফার“কী, ডা. ছিদ্দিক আহম্মদ, রেভা রাণী দাশ, আফরোজা আক্তার মুক্তা, এনামুল হক, আনিসুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ডা. এমএ ফজল বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি, হোমিও চিকিৎসায় ৫১ বছরের অভিজ্ঞ প্রবীণ হোমিও চিকিৎসক আজিজুর রহমান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রাক্তন অধ্যক্ষ ও রেক্টর ,মাসিক হোমিও চেতনার সম্পাদক ও প্রকাশক, সাবেক বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য, প্যারামাউন্ট গ্রুফের চেয়ারম্যান অধ্যক্ষ ডা.আবদুল করিমের প্রিয় শিষ্য এবং অধ্যক্ষ ডা.আবদুল করিমের চেম্বারে দীর্ঘ ৭ বছর ধরে হাতে কলমে হোমিও চিকিৎসা শিখার অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি চট্টগ্রামের চকবাজারে অধ্যক্ষ ডা.আবদুল করিম স্যারের নাম অনুসারে নিজস্ব ক্লিনিক ও সৃষ্টি করেছেন।

এদিকে, তিনি অধ্যক্ষ ডা.আবদুল করিম হোমিও ক্লিনিকে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখেন পাশাপাশি প্রতি শুক্রবারে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত গরীব/অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করেন।
এছাড়াও যেকোনো চিকিৎসা সেবা ও পরামর্শের জন্য তার সাথে যোগাযোগ করুন ০১৮৫২৫৫৮০৬০৬ এই নাম্বারে। তিনি সকলের দোয়া চেয়েছেন।

আরও খবর