চকরিয়ায় নৌকার মনোনয়নে নতুন চমক, দুই নারীসহ ১০ প্রার্থীর নাম ঘোষণা

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছেন আওয়ামীলীগ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড বিষয়টি চুড়ান্ত করেন। চেয়ারম্যান পদে দুই ইউনিয়নে দুইজন নারীকে দলীয় মনোনয়ন দেয়ায় নতুন চমক সৃষ্টি হয়েছে। তারা হলেন, উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না ও কৈয়ারবিল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা।

দুই নারী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাওয়ায় গত এক সপ্তাহ ধরে এই দুই ইউনিয়নে কে পাচ্ছেন নৌকার মনোনয়ন তা নিয়ে আলোচনা ছিলো সাধারণ মানুষের মুখেমুখে। শেষ পর্যন্ত দুইজন প্রভাবশালী প্রার্থীকে পেছনে ফেলে কেন্দ্রীয় আওয়ামীলীগ এই দুই নারীকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়ে চকরিয়ার ইতিহাসে নতুন চমক সৃষ্টি করেছেন। এছাড়া অন্যান্য ইউনিয়নে প্রার্থী ঘোষণায় পুরনোদের পাশাপাশি কয়েকটি নতুন মুখও আনা হয়েছে।

 

চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নে যারা দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন তারা হলেন, বদরখালী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কোনাখালী ইউনিয়নে জাফর আলম ছিদ্দিকী, ঢেমুশিয়া ইউনিয়নে মঈনু উদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিমবড় ভেওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধূরী বাবলা, পূর্ববড় ভেওলা ইউনিয়নে ফারহানা ইয়াছমিন মুন্না,বিএমচর ইউনিয়নে শহীদুল ইসলাম খোকন,সাহারবিল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল, কৈয়ারবিল ইউনিয়নে জন্নাতুল বকেয়া রেখা, লক্ষ্যারচর ইউনিয়নে খ.ম আওরঙ্গজেব বুলেট ও কাকারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত ওসমান।

দলীয় মনোনয়নের ক্ষেত্রে উপজেলার ৫টি ইউনিয়নে নতুন মুখ ্এসেছে। তাদের মধ্যে কোনাখালীতে জাফর আলম ছিদ্দিকী, বিএমচরে শহীদুল ইসলাম খোকন, ঢেমুশিয়ায় মঈনু উদ্দিন আহমদ চৌধুরী, কৈয়ারবিলে জন্নাতুল বকেয়া রেখা ও  পূর্ববড় ভেওলা ইউনিয়নে ফারহানা ইয়াছমিন মুন্না আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

আরও খবর