নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় গুলি ও ছুরিকাঘাত করে ৬ জনকে হত্যার ঘটনায় আরো চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলো- শফিউল আলম, মোহাম্মদ হাসিম, ফরিদ ও জাহেদ হোসেন। তারা কক্সবাজারের উখিয়ার থাইংখালীর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।
উল্লেখ্য, ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।
ঐ ঘটনায় ২৪ অক্টোবর ২৫ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। সে মামলায় এজাহারভুক্ত ৫ জনসহ এ পর্যন্ত ১৪ আসামিকে গ্রেফতার করেছে এপিবিএন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-