মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ আহমদ (৪০) ওই এলাকার গুরা মিয়ার ছেলে। নিহতের মা মেহেরাজ বেগম বলেন, গত এক সপ্তাহ আগে তার স্ত্রী নাছিমা বাবার বাড়িতে বেড়াতে যায়। এরপর গত রবিবার সকালে তার মেয়ে রুমিও স্কুলে যাওয়ার নাম করে নানার বাড়ি চলে যায়। এ ঘটনা জানতে পেরে ছৈয়দ আহমদ স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে। স্ত্রী তার ঘরে এসে সংসার করবে না বলে জানিয়ে দেয়। এতে অভিমান করে কীটনাশক পান করেন তিনি। বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
চকরিয়া থানার এসআই মুজিবুর রহমান বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-