প্রবালদ্বীপ থেকে ইয়াবাসহ আমান আটক: মিললো ৩২ হাজার ইয়াবা

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে ইয়াবাসহ আমান উল্লাহ (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড।
সে দ্বীপের শিলবুনিয়া ঘোলা এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।

২৩ অক্টোবর (শনিবার) ভোর রাতের দিকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন দক্ষিণপাড়া ফিশিংঘাট সংলগ্ন এলাকা হতে উদ্ধারকৃত মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে জানায়, বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ।

তিনি বলেন, সেন্টমার্টিন দক্ষিণপাড়া ফিশিংঘাট সংলগ্ন এলাকা দিয়ে টেকনাফের উদ্দেশ্য ইয়াবা পাচার হবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ি কোস্টগার্ড’র একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সন্দেহ জনক এক ব্যক্তির শরীর তল্লাশী করে একটি ব্যাগ উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত ব্যাগ থেকে ৩২ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটক মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর