টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৫।

বৃহস্পতিবার রাতে টেকনাফের হোয়াইক্যংয় এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হ্নীলা ইউপির পশ্চিম লেদার জুহুর আলমের ছেলে হুজ্জাতুল ইসলাম (২২)।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং বাজারের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা ১০ হাজার ইয়াবা জব্দ উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।

আরও খবর