মেরিন ড্রাইভ সড়কে ৩টি মাটির স্তুপ সরালো দীপ্ত জাগরণ সংসদ!

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের উখিয়ার সমুদ্রকন্যা ইনানী পাথুরে বীচ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে সাবলীল ভাবে যান চলাচল ও দূর্ঘটনা এড়াতে সড়কের উপর উপর বিদ্যমান মাটির স্তুপ গুলো সরিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দীপ্ত জাগরণ সংসদ।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় সংগঠনের ১০ জন স্বেচ্ছাসেবকের দীর্ঘ এক ঘন্টার পরিশ্রমে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ মুহাম্মদ শফির বিলের পাথররাজা বটগাছ নামক স্থানের মাটির ৩টি স্তুপ সরিয়ে সড়কের স্বাভাবিকতা ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, মেরিন ড্রাইভ সড়কের উক্ত অংশকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনী কর্তৃক মেরামতের জন্য অন্য জায়গা থেকে মাটি এনে জমা করা হয়েছিল। মেরামত কাজ শেষে অবশিষ্ট মাটি রাস্তা উপর থেকে না সরিয়ে কাজের সমাপ্ত করেন সেনাবাহিনী কর্তৃক নিয়োজিত শ্রমিকরা।

এই অবশিষ্ট মাটি গুলো স্তুপ আকারে রাস্তার উপর জমে থাকায় বিগত তিন দিনে ছোট-বড় প্রায় ৮ টি দুর্ঘটনা সংঘটিত হয়। যেখান প্রায় ১২ জন লোক আহত ও প্রায় ৫টি গাড়ির ক্ষয়ক্ষতি হয়।

বিশেষ করে গাড়ির গতিবেগ বেশি থাকা ও অন্ধকারে দূর থেকে এই স্তুপ গুলো খেয়াল করতে না পারায় বেশির ভাগ দুর্ঘটনা রাতে সংঘটিত হয়েছিল।

এদিকে, তাদের এই মহৎকর্মকে সাধুবাদ জানিয়েছেন মেরিন ড্রাইভ সড়কে চলাচলকারী যাত্রীরা।

আরও খবর