নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা •
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে এক হাজার ৯শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
তারা হলেন টেকনাফ উপজেলার সাবরাং এর মৃত কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও আব্দুর রশিদের ছেলে মোঃ হাসান (২২)।
মঙ্গলবার (১৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘোনারপাড়াস্থ টিভি টাওয়ারের বিপরীতে জনৈক ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারি কে আটক করতে সক্ষম হন পুলিশ।
এসময় তাদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, এসআই মোঃ আল আমিনসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-