টেকনাফ প্রতিনিধি :
উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি’র সাথে সাক্ষাৎ করেছেন পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
আজ ২০ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্যের বাসভবনে টেকনাফ পৌর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন নেতৃত্বে, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ পৌর প্রেসক্লাবের উপদেষ্টা আশেক উল্লাহ ফারুকী, নুরুল হক, সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, দপ্তর সম্পাদক আবুল আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নোমান, সদস্য সামী জাবেদ, শাহ আলম, কায়সারুল হক জুয়েল, আবছার, ফরহাদ প্রমুখ।
এসময় সাংবাদিকের সঙ্গে পৌরসভার উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে সাবেক এই সাংসদ।
সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘টেকনাফ পৌরসভার ৯০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, বাকী কাজ গুলো শীঘ্রই শেষ হবে। পাশপাশি আগামী কয়েক বছরের ভিতরে এই অঞ্চলে কোনো উন্নয়নমূলক কাজ বাকী থাকবে না। ফলে এখানে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আগের তুলনায় এই অঞ্চলে শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। তারই অংশ হিসেবে ৩০ কোটি টাকার অর্থায়নে টেকনাফে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নির্মাণ হচ্ছে। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। ‘
বদি আরো বলেন,‘আমরা মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। যেভাবে এগিয়ে যাচ্ছি—সেই উন্নয়নের ধারাটা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবো। আমাদের এই দেশের স্বাধীনতার জন্য মুসলমান-হিন্দু একসাথে যুদ্ধ করেছে। এই দেশ সবার।
আজ যারা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে ফেৎনা ছড়িয়ে যাচ্ছে, তাদের কঠোর হাতে দমনে সরকার কাজ করে যাচ্ছে। ফলে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এদেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার। সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বশক্তি দিয়ে আমাদের রুখে দিতে হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-