নিজস্ব প্রতিবেদক •
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পশ্চিমকুল খাল থেকে এক অজ্ঞাতনামা (৩০) নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর পশ্চিমকুল খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বিজিবির তুমব্রু বিওপি সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। মৃতের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-