বিএনপি জামাত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

কক্সবাজার জার্নাল ডেস্ক:
তথ্যমন্ত্রী বলেন, আমরা সবাই বাঙ্গালি। এদেশের মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। কিন্তু বিএনপি জামাত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

নির্বাচন আসলেই বিএনপি-জামাত ভারত বিরোধী ও হিন্দু বিরোধী কথা বলে সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদ দেয়, তারাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে তিনি হামলায় ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি বাড়ী-ঘর ও মন্দির পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় বটের হাট দাখিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক রংপুর জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান প্রদান করেন।

আরও খবর