নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ এ এইচ এম সেলিম (৬৮) নামে এক যাত্রীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।
তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রী এ এইচ এম সেলিম ব্যাগে পিস্তল নিয়ে বিমানবন্দরের বহির্গমন স্ক্যানিং পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়লে কর্তব্যরত এপিবিএন সদস্যরা পিস্তলসহ তাকে আটক করেন। পরবর্তীতে যাত্রী এ এইচ এম সেলিম তার পিস্তলের বৈধ লাইসেন্স প্রদর্শন করেন। কিন্তু তার কাছে পিস্তল আছে এই বিষয়টি তিনি বিমানবন্দরে প্রবেশ করার পর কাউকে জানাননি।
এসপি নাঈমুল হক জানান, এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য যাত্রী এ এইচ এম সেলিমকে কক্সবাজার সদর থানায় পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-