অনলাইন ডেস্ক •
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাফেজ কোরআন যমজ দুই ভাই এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ।
তাদের এ অসাধারণ সাফল্যের সংবাদ স্বজনদের মাধ্যমে এলাকায় পৌছলে চারদিকে উচ্ছাস নেমে আসে।উপজেলা জুড়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
পরিবার সূত্রে জানা যায়,এ যমজ ভাইদ্বয় শিশুকাল থেকে প্রখর মেধাবী ছিল। তা আচ করতে পেরে অভিভাবকরা যমজ দুই ভাইকে প্রাথমিক শিক্ষা শেষে মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ বানানোর ইচ্ছে পোষন করেন। স্থানীয় এক হেফজ প্রতিষ্ঠানে ভর্তির অল্প সময়ের মধ্যে ঐশী গ্রন্থ আল কোরআন বুকে ধারণ করে ফেলেন মেধাবী দুই ভাই । এই দুই মেধাবী ভাই হল ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের জাফর আলমের সন্তান হাফেজ সাজ্জাদুর রহমান ও হাফেজ মোহাম্মদ জাহেদ।
তাদের এক ভাই এহেসানুল হক দীর্ঘদিন দিন যাবত সেবা মুলুক প্রতিষ্ঠান ঈদগাঁও মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল ব্যাবসার সাথে জড়িত। ছোট যমজ ভাইদের মেধার প্রখরতা বুঝতে পেরে ভাইদের চিকিৎসক বানানোর প্রত্যয় নিয়ে দুই ভাইকে পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ার ডুলাহাজারা আরবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিজ্ঞান বিভাগে ভর্তি করেন।সেখান থেকে দুই ভাই কৃতিত্বের সাথে দাখিল পাশ করেন।
পরে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে সম্পন্ন করে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসক হওয়ার আকাশচুম্বি স্বপ্ন নিয়ে যমজ দুই ভাই ভর্তি হন। সেখানেও যমজ ভাইদ্বয় মেধার জয়যাত্রা অব্যাহত রেখে স্বপ্নের সফলতার চূড়া এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
হাফেজের কোরআন দুই ভাইয়ের এ অভূতপূর্ব অর্জনের সংবাদ উপজেলায় পৌছলে মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। এলাকার সচেতন জনগণ এ সাফল্যকে উপজেলাবাসীর জন্য বড় গর্ব বলে উচ্ছাস প্রকাশ করতে থাকে।
বিগত দুই দিন ধরে উপজেলা জুড়ে এ দুই ভাইয়ের জয় গান চলছে। মেধাবী এ দুই ভাই তাদের এ ঈর্ষণীয় সাফল্যের কৃতিত্ব মা-বাবা, বড় ভাই মিজান ও মেঝ ভাই ঈদগাঁও মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপক এহসানুল করিমের অনস্বীকার্য অবদান বলে জানান।তারা আগামীতে আরো বড় সাফল্য যেন বয়ে আনতে পারেন,সে জন্য সকলের দোয়া কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-